কুহেলিকা
বসন্ত ছুয়ে ছিলো এ মন কোনও এক ক্ষনে
নতুন সাঁজে সেঁজে ছিলো,রঙে রঙে হৃদয়ের আঙ্গন,
এসে ছিলো কুহেলিকা এক সাঁজ প্রহরে
বেধেঁ ছিলাম নীড় এ বুকে, তারই অবগাহনে__
এক অজানা মোহে বিলিন ছিলাম সেই লগনে
কুহু কুহু রবে ডেকেছিলো কুহেলি মনের আঙ্গিনা জুড়ে,
কতো তিমীর রজনি বহিয়া গেছে সেই সুরে সুরে
তন্দ্রা যেন পথ ভুলে হারিয়েছিলো আপন ঠিকানা___
বিবাগী প্রহর যেন ছেরেছে মনের পরিচিত শহড়
আপন মনে আপনারে লয়ে তাহার তরে সন্ধি করা
কখন যে চলিয়া গেল বসন্ত বালা মনেরও অগোচরে....
কুহেলিকা বাধেঁনি নীড়,অকূলে ফেলে মোরে গেল উড়িয়া...
দেখিতে দেখিতে বরষ ও মাস গেল কাটিয়া.....
তবুও রহিলাম পথ চাহিয়া,আসিলো বর্ষা চলিয়া
আমি আমারে লয়ে রহিলাম আত্মভোলা ।
তারই পর থেকে এসেছিলো বহু বসন্ত বালা,
মনের আঙ্গন জুড়ে সাঁজাতে পারেনি রঙে রঙে,
আসেনিতো কুহেলি মোর আর ফিরিয়া......
হয়তো বেধেঁছে নীড় অন্য কোথাও,আপনারে ভুলিয়া,
রহিলা তুমি মোর মন কাহার পথ চাহিয়া......
বসন্ত গুলো গেল বুঝি মোর বিফলে চলিয়া.....
তবুও রহিলা তুমি মন আপনারে লয়ে আত্মভোলা....
নির্জন আহমেদ অরণ্য
০৪/০১/২০১০ইং
নতুন সাঁজে সেঁজে ছিলো,রঙে রঙে হৃদয়ের আঙ্গন,
এসে ছিলো কুহেলিকা এক সাঁজ প্রহরে
বেধেঁ ছিলাম নীড় এ বুকে, তারই অবগাহনে__
এক অজানা মোহে বিলিন ছিলাম সেই লগনে
কুহু কুহু রবে ডেকেছিলো কুহেলি মনের আঙ্গিনা জুড়ে,
কতো তিমীর রজনি বহিয়া গেছে সেই সুরে সুরে
তন্দ্রা যেন পথ ভুলে হারিয়েছিলো আপন ঠিকানা___
বিবাগী প্রহর যেন ছেরেছে মনের পরিচিত শহড়
আপন মনে আপনারে লয়ে তাহার তরে সন্ধি করা
কখন যে চলিয়া গেল বসন্ত বালা মনেরও অগোচরে....
কুহেলিকা বাধেঁনি নীড়,অকূলে ফেলে মোরে গেল উড়িয়া...
দেখিতে দেখিতে বরষ ও মাস গেল কাটিয়া.....
তবুও রহিলাম পথ চাহিয়া,আসিলো বর্ষা চলিয়া
আমি আমারে লয়ে রহিলাম আত্মভোলা ।
তারই পর থেকে এসেছিলো বহু বসন্ত বালা,
মনের আঙ্গন জুড়ে সাঁজাতে পারেনি রঙে রঙে,
আসেনিতো কুহেলি মোর আর ফিরিয়া......
হয়তো বেধেঁছে নীড় অন্য কোথাও,আপনারে ভুলিয়া,
রহিলা তুমি মোর মন কাহার পথ চাহিয়া......
বসন্ত গুলো গেল বুঝি মোর বিফলে চলিয়া.....
তবুও রহিলা তুমি মন আপনারে লয়ে আত্মভোলা....
নির্জন আহমেদ অরণ্য
০৪/০১/২০১০ইং
0 comments:
Post a Comment