ভালোবাসা


যদি ভালোবেসে তোমাকে কাছে ডাকি
ভালোবাসার টানে তুমিও ছুটে আসবে কি ?
যদি সাগড় নীলে হাড়াতে চাই দুজনায়
হাত দুটি ধরে আমার ভাঙ্গা নায়ে তুমিও চড়বে কি ?
যদি পাখির মতো ডানা মেলে উঁড়ে যেতে চাই ঐ দুরে
বলো ভালোবেসে তুমিও হাড়াতে পারো কি ঐ সুদূরে ?
যদি বাসন্তি স্বন্ধ্যাটাকে সাঁজাতে চাই গোঁধলির আবিরে
বলো তুলি আর রং নিয়ে জীবনের ছবি তুমিও আঁকবে কি ?
যদি শরতের আকাশে ভেসে যাই মেঘ হয়ে
কাশ ফুল হয়ে তুমিও দোলা দিয়ে যাবে কি ?
যদি নদী হয়ে বয়ে যাই এঁকে বেঁকে
বলো সমুদ্র হয়ে বুকে টেনে নেবে কি ?
যদি শ্রাবনের জল হয়ে অবিরাম ঝড়ি
মাটি হয়ে সেই জল তুমি শুষে নেবে কি ?
ভোরের শিশিরে শিউলি ফুল হয়ে যদি ঝড়ে যাই কোনও দিন
আঁচল ভরে সেই ফুল তুমি কুঁড়াতে আসবে কি ?
যদি ভালোবেসে হাড়িয়ে যাই কোনও দিন
আমার বিহনে দু ফোঁটা জল ঝড়াবে কি ?



নির্জন আহমেদ অরণ্য

Penulis : Unknown ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel ini dipublish oleh Unknown pada hari Friday, 19 November 2010. Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan
 

0 comments:

Post a Comment