চলোনা আজ ভালোবাসি
চলোনা দুজন আজ ভালোবেসে
হাড়িয়ে যাই ওই সুদুরে ,
যেখানে দিগন্ত মিশে আছে
শেষ সিমানা জুড়ে....।
এসোনা দেখো কি অপরুপ সেঁজেছে
গোধূঁলি আজ আবিরে ,
চলোনা ভালোবেসে সন্ধা নামাই
আজ এই ধরনি তলে....।
নামুকনা আধাঁর যতোটা খুশি
তোমারই চোখের কাজঁল ছুয়ে ,
চাঁদেরই জোছনা ঝড়ুঁকনা আজ
তোমারই অধঁরে....।
সুখেরই অনুভুতি হৃদয়ে নিয়ে
এই সন্ধার আবেগে ....
স্বপ্ন গুলো উঁড়াই আজ
জোনাকির ডানায় ভর করে...।
নির্জন আহমেদ অরণ্য
হাড়িয়ে যাই ওই সুদুরে ,
যেখানে দিগন্ত মিশে আছে
শেষ সিমানা জুড়ে....।
এসোনা দেখো কি অপরুপ সেঁজেছে
গোধূঁলি আজ আবিরে ,
চলোনা ভালোবেসে সন্ধা নামাই
আজ এই ধরনি তলে....।
নামুকনা আধাঁর যতোটা খুশি
তোমারই চোখের কাজঁল ছুয়ে ,
চাঁদেরই জোছনা ঝড়ুঁকনা আজ
তোমারই অধঁরে....।
সুখেরই অনুভুতি হৃদয়ে নিয়ে
এই সন্ধার আবেগে ....
স্বপ্ন গুলো উঁড়াই আজ
জোনাকির ডানায় ভর করে...।
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment