আধাঁরের পথ
আধাঁরের পথ ধরে আমি
খুঁজেছি ভালোবাসার নীল জোছ্না,
চলে গেছি দুর থেকে বহু দুরে
বুঝিনি সব ছিলো ছলনা ।
যে পথটা ছিলো একদিন
ফুলে ফুলে ঢাঁকা,
ফিরতি পথে দেখি আজ
কাঁটায় কাঁটায় ভরা ।
ফুল গুলো ঝরে গেছে
আঘাতে আঘাতে ,
ভুল গুলো আজ শুধু
পরছে মনে ।
যে সুখের বারতা একদিন
এসেছিলো জীবনে,
সে বারতা আজ দুঃখের
সারথী হয়ে রয়ে গেছে মনে ।
নির্জন আহমেদ অরণ্য
১৮/০১/২০১০
খুঁজেছি ভালোবাসার নীল জোছ্না,
চলে গেছি দুর থেকে বহু দুরে
বুঝিনি সব ছিলো ছলনা ।
যে পথটা ছিলো একদিন
ফুলে ফুলে ঢাঁকা,
ফিরতি পথে দেখি আজ
কাঁটায় কাঁটায় ভরা ।
ফুল গুলো ঝরে গেছে
আঘাতে আঘাতে ,
ভুল গুলো আজ শুধু
পরছে মনে ।
যে সুখের বারতা একদিন
এসেছিলো জীবনে,
সে বারতা আজ দুঃখের
সারথী হয়ে রয়ে গেছে মনে ।
নির্জন আহমেদ অরণ্য
১৮/০১/২০১০
amar poth ki amon?
ReplyDeletehmm emonoi apnar poth
ReplyDelete