স্বপ্ন
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার.
এইতো সে দিন আমি দু হাত ভরে ভালোবাসা নিয়ে এসেছিলাম,
বহু দিনের তৃষিত হৃদয় নিয়ে,তোমার ভালোবাসার জলে ভিজঁবো বলে....
বুক ভরা বেদনা আর শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিলে আমায় ।
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার..
আমি ভালোবেসে ফোটাতে চেয়েছিলাম হাসনাহেনা
হৃদয়ে তোমার,তুমি বোঝনি তা কোনও দিন,
আমি শ্রাবন জলে ভিজেঁ কদম নিয়ে হাতে
দাড়িয়ে ছিলাম পথে কতোদিন,
তুমি দেখেও দেখনি কখনো চোখ ফিরিয়ে আমায়
ক্লান্ত পায়ে আমি ধিরে ধিরে ফিরে এসেছি কতোবার ।
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার...
আমি সমুদ্র দেখেছি বহু বার,কখনো ছুঁয়ে দেখিনি নোনা জল নোনা জল যদি আরো নোনা হয়ে যায়,
আমার চোখের জলের সাথে হয়ে একাকার...
আমি এক মুঠু সুখের খোঁজে,হেটেছি পথে পথে,
চলে গেছি দুর থেকে বহুদুরে, কই সুখতো কোথাও পাইনি আমি.
তাই সব কিছু ফেলে এসেছি তোমার কাছে সুখ পাবো বলে...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার....
মাঘের কনকনে শীতে পাখি ডাকা ভোরে তোমার জন্যে
কুড়িয়ে এনেছিলাম শিশির ভেঁজা শিউলি ফুল খুজে...
সে ফুল শুকিয়েছিলো রোদে,তুমি ছুঁয়ে দেখনি,
বুক ভরা কষ্ট নিয়ে সে ফুল আজও রেখেছি যতনে তুলে
কোনও দিন যদি তুমি খুঁজতে আসো সে ফুল কোনও ভুলে...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার....
নির্জন আহমেদ অরণ্য
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার.
এইতো সে দিন আমি দু হাত ভরে ভালোবাসা নিয়ে এসেছিলাম,
বহু দিনের তৃষিত হৃদয় নিয়ে,তোমার ভালোবাসার জলে ভিজঁবো বলে....
বুক ভরা বেদনা আর শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিলে আমায় ।
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার..
আমি ভালোবেসে ফোটাতে চেয়েছিলাম হাসনাহেনা
হৃদয়ে তোমার,তুমি বোঝনি তা কোনও দিন,
আমি শ্রাবন জলে ভিজেঁ কদম নিয়ে হাতে
দাড়িয়ে ছিলাম পথে কতোদিন,
তুমি দেখেও দেখনি কখনো চোখ ফিরিয়ে আমায়
ক্লান্ত পায়ে আমি ধিরে ধিরে ফিরে এসেছি কতোবার ।
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার...
আমি সমুদ্র দেখেছি বহু বার,কখনো ছুঁয়ে দেখিনি নোনা জল নোনা জল যদি আরো নোনা হয়ে যায়,
আমার চোখের জলের সাথে হয়ে একাকার...
আমি এক মুঠু সুখের খোঁজে,হেটেছি পথে পথে,
চলে গেছি দুর থেকে বহুদুরে, কই সুখতো কোথাও পাইনি আমি.
তাই সব কিছু ফেলে এসেছি তোমার কাছে সুখ পাবো বলে...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার....
মাঘের কনকনে শীতে পাখি ডাকা ভোরে তোমার জন্যে
কুড়িয়ে এনেছিলাম শিশির ভেঁজা শিউলি ফুল খুজে...
সে ফুল শুকিয়েছিলো রোদে,তুমি ছুঁয়ে দেখনি,
বুক ভরা কষ্ট নিয়ে সে ফুল আজও রেখেছি যতনে তুলে
কোনও দিন যদি তুমি খুঁজতে আসো সে ফুল কোনও ভুলে...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার....
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment