এখনও তোমায় ভেবে



মরুঝড়ে এলোমেলো জীবনে এলো কত বিবর্তন 

কত অনল - কত প্রহসন - কত আর নির্বাসন ?
  
বালি-ঝড়ে মুছে গেছে সে কবেই তোমার পদচিহ্ন
 
সৃতিরা আড়চোখে তাকিয়ে আজও অসহায় বড্ড ,

কেন তবে আর গহন হৃদয়ে এই বহ্নির দাবানল  

মধ্য রাতে কান পেতে শুনা সুনসান বাতাসের কীর্তন ?

একাকী দাড়িয়ে এখনও মরু বৃক্ষ অকপটে এই মহাশূন্যে 
 
ফণীমনসার বিষ কাঁটা এফোঁড় ওফোঁড় করেছে কত অনায়াসে । 

তোমার চোখের অঞ্জলি ছুঁয়ে কতকাল মেঘেরা ভাসে নি সুনীলে
 
ভাঙেনি মেঘের আরশি - আসেনি বৃষ্টি রিম ঝিম বরিষণে , 

তবুও পথিক প্রহর হেঁটে গেছে ঘড়ির কাঁটার বৃত্তের বলয়ে 

নিথর নদী আর মন্থর সময় কখনও কি থেমে রয় বল নিরলে ?

কখনও ফোটেনি ফুল সোনালী বালির বুক চিঁরে 

কখনও ভাঙেনি ভুল আর মনের কোনে দীপালী জ্বেলে ,
 
দেখনি ফিরে মনের ভুলে কিছু কি গেছ নাকি ফেলে 

সুখের দিন গুলো নিয়েছ তুলে মায়া ভরা দুটি চোখে 

দিয়ে গেছ নোনা জল চোখের আঁজলায় দুটি হাত ভরে ।

তবুও মনের ভুলে সাঁজাই ঢালী ফুলে ফুলে 

তোমায় ভেবে বেদনার জল রঙে ছবি আঁকি আনমনে 

এখনও তোমার নামে দ্বীপ জ্বেলে করি অর্চন গৃহ কোনে ।
 

              নির্জন আহমেদ অরণ্য 

Penulis : Unknown ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel এখনও তোমায় ভেবে ini dipublish oleh Unknown pada hari Monday 5 November 2012. Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 1comments: di postingan এখনও তোমায় ভেবে
 

1 comments: