
বেদনার নীল আকাশে
এক জোড়া বালি হাঁস ,
আমার শূন্য বুকে এখনও
তোমারই বসবাস..... ।
হৃদয়ের আড়শিতে ভাসে
চীরচেনা সেই প্রিয় মুখ ,
স্মৃতির অতলে হাড়িয়েছে
আমার পরিচিত সুখ.... ।
তোমার অভিলাসী মন
করে গেল উপহাস ,
আপন হলো মোর বিরহের গান
দন্ডে দন্ডে শুধু জলচ্ছাস..... ।
তুলি আর রং দিয়ে
তুমি আঁক রঙিন ছবি ,
হতাশার সাঁদা কাগজে
শব্দের মিশ্রনে আমি ব্যর্থ কবি ...।
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment