আমার স্বার্থপর রুপ

আমাকে ঘৃনা করো,আমি তাতেই তৃপ্ত...
আমাকে সুখ দিতে হবেনা .কষ্ট দিও
তোমাদের কষ্ট গুলো আমি যত্ন করে তুলে রাখবো ।
আমাকে ফুল না দিলেও এতোটুকু আপত্তি নেই
আমি ভুলে ভুলে জীবনটা নিরলস সাজাতে পারি....
আমি তোমাদের সুন্দর স্বপ্ন গুলোতে ভাগ চাইনা
শুধু স্বপ্ন ভাঙ্গার দিন গুলো আমাকে দিও ।
এখন আমার হৃদয়টা পাথরের মতো
বোধশক্তি হিন একটা জড়ো পদার্থ,
কষ্টেরা মাথা ঠুকে ক্লান্ত হয়ে যায় , কিন্তু
তাদের আপন করে নিতে আমার এতোটুকু ক্লান্তি নেই
আবেগ-অনুভুতি অথবা অনুরাগ
এসব কিছু এখন আমার ফেলে আসা অতিত
আর অতিতও আজ-কাল আমাকে পিছু ডাকেনা
স্বার্থপরের মতো শুধু নিজেকে পূজো দিই
দিবা-নিশি সারাবেলা , তাই বলে তোমরা
আমাকে করুনা করোনা ,শুধু ঘৃনা করো ।
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment