............... নির্জন আহমেদ অরণ্য
ইদানীং আমার প্রায়ই মন খারাপ থাকে
হৃদপিণ্ডের চার পাশে চর্বির মত
মাকড়সার জাল বুনতে ব্যস্ত কিছু নাম হীন কষ্ট ,
কিছু কিছু কষ্ট জমাট রক্তের মত কালচে ভীষণ ...
খুব তেতো কিছু কষ্ট সারা দিন দস্যি ছেলের মতন
এদিক সেদিক ঘুরে ফিরে অবশেষে
শান্ত নদীর মত নিথর হয়ে পরে থাকে
একা একা সারাটা রাত চোখের দেয়ালে।
একটি কষ্ট ঝরায় বৃষ্টি অকারণে ...
বাতাসের আর্দ্রতায় মৃদু একটি
নতুন কষ্টের গন্ধ পাই নিঃশ্বাসে ,
আমার প্রতিটি স্নায়ু স্পর্শ করে
লুকিয়ে যাচ্ছে ফুসফুসের অলি গলিতে ।
অনায়াসে টের পাচ্ছি সারাক্ষণ
পাঁজরের খুব ভেতরে উইপোকার মত
খেয়ে খেয়ে সম্রাজ্য বৃদ্ধি করছে এক শ্রেণীর কষ্ট ...
বয়স্ক ছোট খাটো কষ্ট গুলো যারা
নুইয়ে পড়েছিল বয়সের ভাঁড়ে
আচানক ষোল বৎসরের যুবকের মত
মাথা চড়া দিয়ে উঠেছে নবীন কষ্ট গুলোর ইন্ধনে ।
আর এই সব কষ্ট গুলো প্রতিক্ষণ
আমার আমি কে করছে শাসন ,
শাসন এবং শোষণের তাড়নায় তাই
ইদানীং আমার মন প্রায়ই খারাপ থাকে _ ।
0 comments:
Post a Comment