বৃষ্টি মানেই নদীর জলে উথাল পাথাল
অক্ষর ভেজা অজস্র কবিতা ,
বৃষ্টি মানেই মনের কোনে সুখের পোড়ন
কাগজ জুড়ে শব্দ গাঁথা ।
বৃষ্টি মানেই অলস প্রহর
শুধু তোমায় নিয়ে ভাবা ,
বৃষ্টি মানেই ফুলে ফুলে পরা-গায়ন
আলতো করে তোমায় ছুঁয়ে দেয়া ।
বৃষ্টি মানেই কাগজের নৌকা ভাসানো
শৈশবে ফিরে যাওয়া ,
বৃষ্টি মানেই আকাশ জুড়ে
আলো আঁধারের লুকোচুরি খেলা ।
বৃষ্টি মানেই মেঘের ডানায় ভাসা
তোমার আমার কাছাকাছি আসা ,
বৃষ্টি মানেই মুখোমুখি বসে দুজনার
শীতল কথার মালা ।
বৃষ্টি মানেই বেহিসাবি বাসনা
গোপন প্রেমের পাগলামি ।।
নির্জন আহমেদ অরণ্য
অক্ষর ভেজা অজস্র কবিতা ,
বৃষ্টি মানেই মনের কোনে সুখের পোড়ন
কাগজ জুড়ে শব্দ গাঁথা ।
বৃষ্টি মানেই অলস প্রহর
শুধু তোমায় নিয়ে ভাবা ,
বৃষ্টি মানেই ফুলে ফুলে পরা-গায়ন
আলতো করে তোমায় ছুঁয়ে দেয়া ।
বৃষ্টি মানেই কাগজের নৌকা ভাসানো
শৈশবে ফিরে যাওয়া ,
বৃষ্টি মানেই আকাশ জুড়ে
আলো আঁধারের লুকোচুরি খেলা ।
বৃষ্টি মানেই মেঘের ডানায় ভাসা
তোমার আমার কাছাকাছি আসা ,
বৃষ্টি মানেই মুখোমুখি বসে দুজনার
শীতল কথার মালা ।
বৃষ্টি মানেই বেহিসাবি বাসনা
গোপন প্রেমের পাগলামি ।।
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment