কিছুটা দুঃখ লোকচক্ষুর অন্তরালেই থাকুক
কিছু কিছু দুঃখ জল ডাকাতের মত বৃষ্টি হয়ে ঝরুক ,
এমন কিছু দুঃখ হোক বাড়িয়ে তুলক দীর্ঘশ্বাস
হাজার পদ্মের ভীরে একটি পদ্ম হয়ে অনায়াস ।
একটি দুঃখ হোক দীর্ঘজীবী
শাঁখা প্রশাখায় বেড়ে বেড়ে হোক বন-বিলাস ,
অন্যান্য দুঃখের মাঝে একটি দুঃখ তুমিও হও
সব দুঃখের মধ্যমণি হয়ে তুমি রও ।
একটি দুঃখ মধ্যরাতের নীরবতা হোক
একটি দুঃখ বাসা বাঁধুক চোখের কোনে,
ছায়া হয়ে পাশাপাশি হাঁটুক অনন্ত কাল একটি দুঃখ
দুঃখের সাথেই হোক সন্ধি , আমার বসবাস ।
...।। নির্জন আহমেদ অরণ্য ।।...
0 comments:
Post a Comment