দুঃসময়ের সৃতি
_______ নির্জন আহমেদ অরণ্য
আমায় ডেকো না ,হে কাশফুল
শুভ্র মেঘ মালা আমায় ডেকো না ,
তার কথা মনে আসে
মেঘের ভেলায় সে ভাসে,
কাশফুলে দোলে তার রেশমি চুল ।
আমায় ডেকো না, হে শরত
আমায় আর ডেকো না ,
তার কথা মনে আসে , মনের
গভীরে ব্যথা জাগে ,
এতটা পথ দিয়েছি পাড়ি একা একা
যার অনুরাগে তারে আর
জানি ফিরে পাবো না ।
আমায় ডেকো না , হে ভোরের
শিশির তুমি আর ঘাসের বুকে
ঝরে ঝরে পরো না ,
তার কথা মনে আসে
তার নগ্ন কোমল পায়ে
শিশিরের আলিঙ্গন
আমাকে পাগল করে
আমাকে বিভোর করে ...।
ও সন্ধ্যার নিথর নদী
তার ছবি বুকে ধরে তুমি
আর রেখ না , তাহার মুখখানি
মনে এলে রাত কাটে না ,
দুটি চোখে আর ঘুম আসে না ,
আমাকে আর কাঁদিয়ো না ।
আমায় আর ডেকো না ...
তার কথা মনে এলে
মন ভালো থাকে না ।।
_______ নির্জন আহমেদ অরণ্য
আমায় ডেকো না ,হে কাশফুল
শুভ্র মেঘ মালা আমায় ডেকো না ,
তার কথা মনে আসে
মেঘের ভেলায় সে ভাসে,
কাশফুলে দোলে তার রেশমি চুল ।
আমায় ডেকো না, হে শরত
আমায় আর ডেকো না ,
তার কথা মনে আসে , মনের
গভীরে ব্যথা জাগে ,
এতটা পথ দিয়েছি পাড়ি একা একা
যার অনুরাগে তারে আর
জানি ফিরে পাবো না ।
আমায় ডেকো না , হে ভোরের
শিশির তুমি আর ঘাসের বুকে
ঝরে ঝরে পরো না ,
তার কথা মনে আসে
তার নগ্ন কোমল পায়ে
শিশিরের আলিঙ্গন
আমাকে পাগল করে
আমাকে বিভোর করে ...।
ও সন্ধ্যার নিথর নদী
তার ছবি বুকে ধরে তুমি
আর রেখ না , তাহার মুখখানি
মনে এলে রাত কাটে না ,
দুটি চোখে আর ঘুম আসে না ,
আমাকে আর কাঁদিয়ো না ।
আমায় আর ডেকো না ...
তার কথা মনে এলে
মন ভালো থাকে না ।।