দুঃসময়ের সৃতি

 দুঃসময়ের সৃতি  
_______ নির্জন আহমেদ অরণ্য 

আমায় ডেকো না ,হে কাশফুল 
শুভ্র মেঘ মালা আমায় ডেকো না ,
তার কথা মনে আসে 
মেঘের ভেলায় সে ভাসে, 
কাশফুলে দোলে তার রেশমি চুল  । 
আমায় ডেকো না, হে শরত  
আমায় আর ডেকো না , 
তার কথা মনে আসে , মনের
গভীরে ব্যথা জাগে , 
এতটা পথ দিয়েছি পাড়ি একা একা
যার অনুরাগে তারে আর 
জানি ফিরে পাবো না । 
আমায় ডেকো না , হে ভোরের  
শিশির তুমি আর ঘাসের বুকে
ঝরে ঝরে পরো না , 
তার কথা মনে আসে
তার নগ্ন কোমল পায়ে
শিশিরের আলিঙ্গন 
আমাকে পাগল করে 
আমাকে বিভোর করে ...।
ও সন্ধ্যার নিথর নদী 
তার ছবি বুকে ধরে তুমি
আর রেখ না , তাহার মুখখানি
মনে এলে রাত কাটে না ,
দুটি চোখে আর ঘুম আসে না , 
আমাকে আর কাঁদিয়ো না । 
আমায় আর ডেকো না ...
তার কথা মনে এলে 
মন ভালো থাকে না ।। 



 

হাজার বছর ধরে

হাজার বছর ধরে
... নির্জন আহমেদ অরণ্য

হয়তো কোন এক শ্রাবণে
কদমের ডালে বৃষ্টি-স্নানে ,
আমরা ছিলাম পাশাপাশি বসে
শালিকের বেশে  ।
হাজার বছর আগে
শরতের এই কাশফুল নদীতে ,
আমরাও ছিলাম
যুগল প্রেমের হংস-মিথুন হয়ে ।
অথবা ......  
শীতের সকালে কুয়াশা ভেজা
এক জোড়া কিংশুক , কিংবা
শিশিরের আদরে বিভোর ঘাসের বুকে
শিউলি হয়ে সারা রাত ঝরে যাওয়া ।
হয়তোবা ভালোবেসে
কোন এক গাঁয়ে বাবুই জোড়া হয়ে
সুখের নীড় গড়েছিলাম
তাল গাছের ডালে
নিপুণ প্রেমের বুননে ।

আর আমাদের এই অনন্ত প্রেম
এতো এতো ভালোবাসা-বাসি ,
হাজার বছর ধরে আজও অমলিন
এই বাংলার লক্ষ প্রেমিকের অন্তরে ।

 

তোমার মন ভালো নেই

তোমার মন ভালো নেই
 
____ নির্জন আহমেদ অরণ্য 

আজ তোমার মন ভালো নেই বলে
 
আকাশের চোখে এত জল ,


আকাশটা আজ ভীষণ একা 


কাঁদছে দেখ , কাঁদছে দেখ 


ঝরছে কেবল , ভিজছে শুধু 


মন খারাপের প্রাচীন শহর ।


শুধু তোমার জন্য 


এই শহরে আজ বর্ষা বরণ , 


নিয়ন আলোয় নগর বাসির 


অচিন ব্যথায় কাটছে প্রহর .

..
বুকের ভেতর কষ্ট চেপে 


থমকে আছে ব্যস্ত শহর ।



 

বৃষ্টি মানেই

বৃষ্টি মানেই নদীর জলে উথাল পাথাল 
অক্ষর ভেজা অজস্র কবিতা , 
বৃষ্টি মানেই মনের কোনে সুখের পোড়ন
কাগজ জুড়ে শব্দ গাঁথা ।
বৃষ্টি মানেই অলস প্রহর   
শুধু তোমায় নিয়ে ভাবা , 
বৃষ্টি মানেই ফুলে ফুলে পরা-গায়ন  
আলতো করে তোমায় ছুঁয়ে দেয়া ।
বৃষ্টি মানেই কাগজের নৌকা ভাসানো 
শৈশবে ফিরে যাওয়া ,
বৃষ্টি মানেই আকাশ জুড়ে
আলো আঁধারের লুকোচুরি খেলা ।
বৃষ্টি মানেই মেঘের ডানায় ভাসা 
তোমার আমার কাছাকাছি আসা ,     
বৃষ্টি মানেই মুখোমুখি বসে দুজনার
শীতল কথার মালা ।  
বৃষ্টি মানেই বেহিসাবি বাসনা 
গোপন প্রেমের পাগলামি ।।


নির্জন আহমেদ অরণ্য



 

ইদানীং আমার মন প্রায়ই খারাপ থাকে



............... নির্জন আহমেদ অরণ্য 


ইদানীং আমার প্রায়ই মন খারাপ থাকে 
হৃদপিণ্ডের চার পাশে চর্বির মত  
মাকড়সার জাল বুনতে ব্যস্ত কিছু নাম হীন কষ্ট , 
কিছু কিছু কষ্ট জমাট রক্তের মত কালচে ভীষণ ...
খুব তেতো কিছু কষ্ট সারা দিন দস্যি ছেলের মতন
এদিক সেদিক ঘুরে ফিরে অবশেষে 
শান্ত নদীর মত নিথর হয়ে পরে থাকে 
একা একা সারাটা রাত চোখের দেয়ালে।
একটি কষ্ট ঝরায় বৃষ্টি অকারণে ...
বাতাসের আর্দ্রতায় মৃদু একটি 
নতুন কষ্টের গন্ধ পাই নিঃশ্বাসে , 
আমার প্রতিটি স্নায়ু স্পর্শ করে 
লুকিয়ে যাচ্ছে ফুসফুসের অলি গলিতে । 
অনায়াসে টের পাচ্ছি সারাক্ষণ 
পাঁজরের খুব ভেতরে উইপোকার মত 
খেয়ে খেয়ে সম্রাজ্য বৃদ্ধি করছে এক শ্রেণীর কষ্ট ...
বয়স্ক ছোট খাটো কষ্ট গুলো যারা
নুইয়ে পড়েছিল বয়সের ভাঁড়ে 
আচানক ষোল বৎসরের যুবকের মত  
মাথা চড়া দিয়ে উঠেছে নবীন কষ্ট গুলোর ইন্ধনে । 
আর এই সব কষ্ট গুলো প্রতিক্ষণ 
আমার আমি কে করছে শাসন ,
শাসন এবং শোষণের তাড়নায় তাই 
ইদানীং আমার মন প্রায়ই খারাপ থাকে _ । 


 

দুঃখ



কিছুটা দুঃখ লোকচক্ষুর অন্তরালেই থাকুক 
কিছু কিছু দুঃখ জল ডাকাতের মত বৃষ্টি হয়ে ঝরুক ,
এমন কিছু দুঃখ হোক বাড়িয়ে তুলক দীর্ঘশ্বাস 
হাজার পদ্মের ভীরে একটি পদ্ম হয়ে অনায়াস ।

একটি দুঃখ হোক দীর্ঘজীবী
শাঁখা প্রশাখায় বেড়ে বেড়ে হোক বন-বিলাস ,
অন্যান্য দুঃখের মাঝে একটি দুঃখ তুমিও হও
সব দুঃখের মধ্যমণি হয়ে তুমি রও ।

একটি দুঃখ মধ্যরাতের নীরবতা হোক
একটি দুঃখ বাসা বাঁধুক চোখের কোনে,
ছায়া হয়ে পাশাপাশি হাঁটুক অনন্ত কাল একটি দুঃখ
দুঃখের সাথেই হোক সন্ধি , আমার বসবাস ।

...।। নির্জন আহমেদ অরণ্য ।।...


 

ভুল




যাকেই ভালোবাসি 
তাকেই হারাতে হয় শেষে 
যাকেই কাছে টেনে
আমার নির্মাণে করি নির্মাণ
তাকেই হারাতে হয় আবার ।

একদিন , 
বৃষ্টিস্নাত কদমকে ভালোবেসে ছিলাম
তারপর ... 
কদম তুলে নিলো তার গন্ধ 
জলকণার হল নির্বাসন ।

একবার ভুল করে কোন এক ভোরে
আলতো করে ছুঁয়ে দিয়েছিলাম
একটি শিশির বিন্দু ,
সেই থেকে আর অভিমানী শিশিরের
ভাঙেনি অভিমান , আসেনি আর 
দুয়ারে আমার ভেজাতে অঙ্গন ।

এখন আর বৃষ্টি আসেনা 
দুরন্ত মেয়ের নূপুরের আহ্ললাদি  ছন্দে 
কদমের শুধু একরাশ দীর্ঘশ্বাস ...
দরজার ওপারে নেই আর
শিশিরের ভেজা হাতছানি ,
চৈতালি দুপুর সারাক্ষণ । 

...:: নির্জন আহমেদ অরণ্য ::...