একদিন সকালে ঘুম থেকে উঠে কবিতা লিখা হবে না
কফির কড়া উড়ন্ত ধোঁয়া এসে নাসিকা স্পর্শ করবে না ,
অসতর্ক ভাবে মেঝেতে পরবে না জ্বলে যাওয়া সিগারেটের ছাই
খবরের কাগজে দেখা হবে না বর্বরতার কোন সংবাদ ...
সেই দিন শুধু আমাকে নিয়ে থাকব , আমার আমি আর আকাশ
খোলা জানালার পাশে অলস মনে আকাশের সাথে হবে আলাপন ।
আঃ হা , কত দিন আকাশ দেখা হয়নি , শুভ্র ধূসর আকাশ !
এর মধ্যে যদি জানালার গ্রিলে চড়ুই দুটি আসে ,বলবো
আজ আমি ব্যস্ত ,তোদের সাথে আজ সময় দেয়া হবে না
পেয়ালার চাউল টুকু খেয়ে কেটে পর ...
আজ শুধু আমি আর আকাশ থাকব মুখোমুখি দৃষ্টির আঙিনায় ।
খুব কি বেশি অভিমান আকাশ তোমার মনে ?
শুনেছি সেদিন নাকি কেঁদেছিলে তুমি অঝর ধারায় ...
জানই তো আমার দিনের আলো টুকু নিভে যায় অসম সমীকরণে
রাতের তোমাকে তবুও খুঁজি নক্ষত্রের দীপালিতে ...
আমাকে একটু সময় দাও সব গুছিয়ে নিতে , তার পর ...
তুমি আর আমি আর মুখোমুখি কথোপকথন ,
এইতো হাতেগোনা আর কটা দিন বাকি ।
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment