আমি আমার সব ভুল গুলো আগলে রাখবো অনন্ত কাল
শুধু তোমাকে চাওয়ায় আমার কোন কৃপণতা থাকবে না কখনো ...
আমি এমন হাজার টা ভুল করতে পারি শুধু
পারিনা কোন কিছুর বিনিময়ে তোমাকে হারাতে ।
আমাকে ঘৃণা করো , আমাকে অভিশাপ দাও
আমাকে বিশ্বাস করোনা কখনো , শুধু আমায় ভেবে
কখনো এক বিন্দু জল ঝরিয়ো না ভুলে ।
কিছুইতো চাইনি তোমার কাছে , শুধু কণা টুকু চেয়েছি
এই কণা টুকু নিয়ে আমাকে বাঁচতে দাও ।।
আমার এই ভুল গুলোর অন্তরালে কি যে যন্ত্রণা জড়িয়ে
তা কখনো তুমি জানতে চেয় না ...
শুধু আমাকে অভিশাপ দাও , আমাকে ঘৃণা দাও
অবিশ্বাসের দায় ভার এবং পাপ অ দুঃখে আমাকে তলিয়ে যেতে দাও ।
স্বার্থপরের মত আমি আমাকে নিয়ে ভেবেছি শুধু
ভাবিনি তোমার কথা , ভাবিনি তোমার অবধারিত মহাপ্রলয় ,
আমি এমন স্বার্থপরের মতোই আজন্ম তোমাকেই চাইবো
আমার জন্য আমি তোমাকে চাইবো ;
ঘৃণা , অভিশাপ অথবা অবিশ্বাসের ঝরে আমাকে যতই ক্ষতবিক্ষত করো
আমি বসন্তের নির্মলতা নিয়ে ফিরে আসব বার বার ...
এইতো আমার সুখ , আমার ভালবাসার নির্জন সাক্ষর
আমার বেঁচে থাকার প্রয়াস ।
তুমি শুধু আমাকে ঘৃণা টুকু দিও , অভিশাপ দিও
পাপ আর দুঃখে আমাকে হারিয়ে যেতে দিও নীরবে ।
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment