আমার ভালো লাগে নীল আকাশ
নীলে নীলে নীলাকার........
ভালো লাগে...
অনেক উপরে, তারও উপরেক্লান্তি হীন ভেসে থাকা চীল গুলো...
শরতের আকাশে ভেসে চলা
কালো মেঘের ভেলা.......
অথবা...
নদী তীরে কাশ বন ,
হাওয়ায় হাওয়ায় দোল লাগা.....
ভালো লাগে....
এঁকে বেঁকে চলে যাওয়া নদী
হলুদ বিকেলের শান্ত নিথর জল
ছোট ছোট ঢেউ রাশি রাশি...
বহু পথ বহু বাঁধা পেড়িয়ে
অবশেষে নিজেকে সপে দেয়া
উন্মাদ সমুদ্র বক্ষে
ভালোবাসার সুখকর মিলনে......
আমার ভালো লাগে অন্ধকার...
বিদঘূটে আধাঁরের নির্জনতা,
একা... একা....
নিজেকে নিয়ে থাকা....
অথবা ....
অথবা বিরাম হীন বৃষ্টি ধারা....
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে জল ঝরা..
পদ্ম পুকুঁড়ের জলের উপরে
শ্রাবণ জলের অপরুপ নৃত্য খেলা...
আমার ভালো লাগে....
পরন্ত বিকেলের বাসন্তী আকাশ....
আবীর রঙে রাঙা গোধূলি....
ভালো লাগে নীড়ে ফিরে চলা ক্লান্ত পাখি..
অথবা...
অথবা দাওয়ায় বসে দু চোখ মেলে দেখা
কৃষানের নগ্ন পায়ে ধুলি উড়িয়ে
মেঁঠো পথে ঘরে ফেরা .....
ভালো লাগে শীতের সকাল...
দোয়েলের শীষে ঘুম ভাঙ্গা ..
কুয়াশায় ভেঁজা দূর্বা ঘাস
অথবা...
অথবা শর্ষের হলুদ গালিচা..
কিশোরীর আলতা রাঙা পা
মেঘ কালো চুল....
ভালো লাগে....
পথে প্রান্তরে ফুটে থাকা
হাজাড়ও নাম না জানা বুনো ফুল....
ভ্রমরের গুন গুন...
কোকিলের মিষ্টি সুরে গান গাওয়া..
ভালোবাসি পূর্ণিমা রাত
চাঁদের রুপালী জ্যোৎস্না...
অভিমানী রাত শেষে চাঁদটার
একা একা নিরবে ক্ষয়ে যাওয়া...
আর ভালো লাগে ,
দক্ষিনা মৃদূমন্দ হাওয়া..
সুরের লহরী মধু ঝংঙ্কারে
দূরে বহু দূরে ভেসে যাওয়া..... ।
নির্জন আহমেদ অরণ্য
সুন্দর রচনাভঙ্গি, চন্দে চন্দে দারুন মিল...
ReplyDeleteফন্ট সাইজ আরেকটু বড় করে পাবলিশ করার অনুরোধ থাকলো...
ReplyDelete