দুটি কবিতা
(১)
কতোটা স্বার্থপর হলে সুখের সাগরে ভাসা যায়
তা তোমাকে না দেখলে হয়তো কখনোই জানা হতোনা...
জানা হতোনা আরো অনেক কিছুই
কি করে নিজ হাতে স্বপ্ন বুনে আপন মনে তা আবার
সেই হাতেই কতো সহজেই না ভেঙ্গে ফেলা যায়...
শেখা হতোনা হয়তো কখনো জীবনের জটিল অংক
কি করে জোগ বিয়োগের হিসেব মেলাতে হয়.....
আকাশের বুকে জমে থাকা মেঘ থেকে কি করে
বৃষ্টির অনুরন চাইতে হয়....
সেই বৃষ্টির জলে শক্ত মাটিকে ভিজিঁয়ে শশ্য ফলাতে হয়
তার পর শশ্য ঘরে তুলে আবার অনায়াশে বৃষ্টিকে
কি করে অভিশাপ দিতে হয়........
(২)
হয়তো কোন এক আষাঢ়ি ভিষন্ন দুপুরে
বৃষ্টির জল সবুজ পাতা ছুঁয়ে ঝরে যাবে
দাড়ালে খোলা জানালার পানে
আমার স্মৃতি গুলো মনে পরে যাবে আনমনে....
কি সুখ ছিলো এই শ্রাবন জলে
ভালোবেসে কে খোঁপায় গেঁথে দিয়েছিলো
বর্ষার প্রথম কদঁম ফুল এনে....
হয়তো সে দিন গুলো ঝরে গেছে
ঝরে যাওয়া শ্রবনের জলের সাথে....
ক্ষয়ে গেছে দিন গুলো জীবনের খাতা থেকে
ভালোবাসাকি বলো ক্ষয়ে যায় কখনো
মরনের পরে.........?
নির্জন আহমেদ অরণ্য
0 comments:
Post a Comment