নির্জন অরণ্য

চিঠি

চিঠি 

... নির্জন আহমেদ অরণ্য ...
---------------------------

তোমাকে লিখবো বলে একখানা চিঠি 
কত তিমির রাত হয়ে গেলো ভোর , 
একখানা দীর্ঘতম চিঠি 
প্রণয় আর কষ্টের আর সুখের বৃত্তান্ত ।

প্রেমের অক্ষর গুলো হবে একেকটা পাহাড় সমেত
এক একটা সারি হবে দীর্ঘতম সমুদ্র ।

আর কষ্টের গল্পটা হবে অন্যরকম 
ভালবাসলে যেমন হয় , 
এক একটা কষ্ট হবে মেঘের সমেত 
অভিমানের অক্ষর ভরা বৃষ্টি ঝরে যাবে
চিঠির পাতায় ।

সুখের বৃত্তান্ত আমার নিতান্তই ক্ষুদ্র
কিছু শব্দ আর কয়েকটি সারিতে সীমাবদ্ধ ,
না হয় লিখে দিব দুটি শব্দ 
তার সবই তোমাকে নিয়ে , তুমি জানো ।

তারপর 
দীর্ঘশ্বাসের এনভেলাপে বন্দি করে
তুলে দিব মেঘ-পিয়নের হাতে 
তুমি পড়ে নিয়ো বৃষ্টির জলে মিশে থাকা
ভেজা অক্ষর গুলো ।


READMORE
 

ভাবনার ঘুড়ি

ভাবনার ঘুড়ি 

নির্জন আহমেদ অরণ্য 
-----------------------

ভাবনার ঘুড়ি উড়াই 
স্বপ্নের আকাশে 
মনের সীমানা পেরিয়ে যাই 
কাঁচা হাতে ধরেছি নাটাই ।। 

টান লাগে সুতায় 
সুতো ছিঁড়ে ঘুড়ি 
হারিয়ে যায় অন্য ঠিকানায়
ভাবনার ঘুড়ি শূন্যে মিলায় ।।

ভাবনার ঘুড়ি নাই
রয়ে যায় ছেঁড়া সুতো নাটাই ,
ঘুড়ি নাই - তুমি নাই 
স্বপ্নের আকাশটা একা তাই ।।


READMORE
 

দুঃসময়ের সৃতি

 দুঃসময়ের সৃতি  
_______ নির্জন আহমেদ অরণ্য 

আমায় ডেকো না ,হে কাশফুল 
শুভ্র মেঘ মালা আমায় ডেকো না ,
তার কথা মনে আসে 
মেঘের ভেলায় সে ভাসে, 
কাশফুলে দোলে তার রেশমি চুল  । 
আমায় ডেকো না, হে শরত  
আমায় আর ডেকো না , 
তার কথা মনে আসে , মনের
গভীরে ব্যথা জাগে , 
এতটা পথ দিয়েছি পাড়ি একা একা
যার অনুরাগে তারে আর 
জানি ফিরে পাবো না । 
আমায় ডেকো না , হে ভোরের  
শিশির তুমি আর ঘাসের বুকে
ঝরে ঝরে পরো না , 
তার কথা মনে আসে
তার নগ্ন কোমল পায়ে
শিশিরের আলিঙ্গন 
আমাকে পাগল করে 
আমাকে বিভোর করে ...।
ও সন্ধ্যার নিথর নদী 
তার ছবি বুকে ধরে তুমি
আর রেখ না , তাহার মুখখানি
মনে এলে রাত কাটে না ,
দুটি চোখে আর ঘুম আসে না , 
আমাকে আর কাঁদিয়ো না । 
আমায় আর ডেকো না ...
তার কথা মনে এলে 
মন ভালো থাকে না ।। 



READMORE
 

হাজার বছর ধরে

হাজার বছর ধরে
... নির্জন আহমেদ অরণ্য

হয়তো কোন এক শ্রাবণে
কদমের ডালে বৃষ্টি-স্নানে ,
আমরা ছিলাম পাশাপাশি বসে
শালিকের বেশে  ।
হাজার বছর আগে
শরতের এই কাশফুল নদীতে ,
আমরাও ছিলাম
যুগল প্রেমের হংস-মিথুন হয়ে ।
অথবা ......  
শীতের সকালে কুয়াশা ভেজা
এক জোড়া কিংশুক , কিংবা
শিশিরের আদরে বিভোর ঘাসের বুকে
শিউলি হয়ে সারা রাত ঝরে যাওয়া ।
হয়তোবা ভালোবেসে
কোন এক গাঁয়ে বাবুই জোড়া হয়ে
সুখের নীড় গড়েছিলাম
তাল গাছের ডালে
নিপুণ প্রেমের বুননে ।

আর আমাদের এই অনন্ত প্রেম
এতো এতো ভালোবাসা-বাসি ,
হাজার বছর ধরে আজও অমলিন
এই বাংলার লক্ষ প্রেমিকের অন্তরে ।

READMORE
 

তোমার মন ভালো নেই

তোমার মন ভালো নেই
 
____ নির্জন আহমেদ অরণ্য 

আজ তোমার মন ভালো নেই বলে
 
আকাশের চোখে এত জল ,


আকাশটা আজ ভীষণ একা 


কাঁদছে দেখ , কাঁদছে দেখ 


ঝরছে কেবল , ভিজছে শুধু 


মন খারাপের প্রাচীন শহর ।


শুধু তোমার জন্য 


এই শহরে আজ বর্ষা বরণ , 


নিয়ন আলোয় নগর বাসির 


অচিন ব্যথায় কাটছে প্রহর .

..
বুকের ভেতর কষ্ট চেপে 


থমকে আছে ব্যস্ত শহর ।



READMORE