চিঠি

চিঠি 

... নির্জন আহমেদ অরণ্য ...
---------------------------

তোমাকে লিখবো বলে একখানা চিঠি 
কত তিমির রাত হয়ে গেলো ভোর , 
একখানা দীর্ঘতম চিঠি 
প্রণয় আর কষ্টের আর সুখের বৃত্তান্ত ।

প্রেমের অক্ষর গুলো হবে একেকটা পাহাড় সমেত
এক একটা সারি হবে দীর্ঘতম সমুদ্র ।

আর কষ্টের গল্পটা হবে অন্যরকম 
ভালবাসলে যেমন হয় , 
এক একটা কষ্ট হবে মেঘের সমেত 
অভিমানের অক্ষর ভরা বৃষ্টি ঝরে যাবে
চিঠির পাতায় ।

সুখের বৃত্তান্ত আমার নিতান্তই ক্ষুদ্র
কিছু শব্দ আর কয়েকটি সারিতে সীমাবদ্ধ ,
না হয় লিখে দিব দুটি শব্দ 
তার সবই তোমাকে নিয়ে , তুমি জানো ।

তারপর 
দীর্ঘশ্বাসের এনভেলাপে বন্দি করে
তুলে দিব মেঘ-পিয়নের হাতে 
তুমি পড়ে নিয়ো বৃষ্টির জলে মিশে থাকা
ভেজা অক্ষর গুলো ।


 

ভাবনার ঘুড়ি

ভাবনার ঘুড়ি 

নির্জন আহমেদ অরণ্য 
-----------------------

ভাবনার ঘুড়ি উড়াই 
স্বপ্নের আকাশে 
মনের সীমানা পেরিয়ে যাই 
কাঁচা হাতে ধরেছি নাটাই ।। 

টান লাগে সুতায় 
সুতো ছিঁড়ে ঘুড়ি 
হারিয়ে যায় অন্য ঠিকানায়
ভাবনার ঘুড়ি শূন্যে মিলায় ।।

ভাবনার ঘুড়ি নাই
রয়ে যায় ছেঁড়া সুতো নাটাই ,
ঘুড়ি নাই - তুমি নাই 
স্বপ্নের আকাশটা একা তাই ।।