হাজার বছর ধরে

হাজার বছর ধরে
... নির্জন আহমেদ অরণ্য

হয়তো কোন এক শ্রাবণে
কদমের ডালে বৃষ্টি-স্নানে ,
আমরা ছিলাম পাশাপাশি বসে
শালিকের বেশে  ।
হাজার বছর আগে
শরতের এই কাশফুল নদীতে ,
আমরাও ছিলাম
যুগল প্রেমের হংস-মিথুন হয়ে ।
অথবা ......  
শীতের সকালে কুয়াশা ভেজা
এক জোড়া কিংশুক , কিংবা
শিশিরের আদরে বিভোর ঘাসের বুকে
শিউলি হয়ে সারা রাত ঝরে যাওয়া ।
হয়তোবা ভালোবেসে
কোন এক গাঁয়ে বাবুই জোড়া হয়ে
সুখের নীড় গড়েছিলাম
তাল গাছের ডালে
নিপুণ প্রেমের বুননে ।

আর আমাদের এই অনন্ত প্রেম
এতো এতো ভালোবাসা-বাসি ,
হাজার বছর ধরে আজও অমলিন
এই বাংলার লক্ষ প্রেমিকের অন্তরে ।

 

তোমার মন ভালো নেই

তোমার মন ভালো নেই
 
____ নির্জন আহমেদ অরণ্য 

আজ তোমার মন ভালো নেই বলে
 
আকাশের চোখে এত জল ,


আকাশটা আজ ভীষণ একা 


কাঁদছে দেখ , কাঁদছে দেখ 


ঝরছে কেবল , ভিজছে শুধু 


মন খারাপের প্রাচীন শহর ।


শুধু তোমার জন্য 


এই শহরে আজ বর্ষা বরণ , 


নিয়ন আলোয় নগর বাসির 


অচিন ব্যথায় কাটছে প্রহর .

..
বুকের ভেতর কষ্ট চেপে 


থমকে আছে ব্যস্ত শহর ।