দুঃখ



কিছুটা দুঃখ লোকচক্ষুর অন্তরালেই থাকুক 
কিছু কিছু দুঃখ জল ডাকাতের মত বৃষ্টি হয়ে ঝরুক ,
এমন কিছু দুঃখ হোক বাড়িয়ে তুলক দীর্ঘশ্বাস 
হাজার পদ্মের ভীরে একটি পদ্ম হয়ে অনায়াস ।

একটি দুঃখ হোক দীর্ঘজীবী
শাঁখা প্রশাখায় বেড়ে বেড়ে হোক বন-বিলাস ,
অন্যান্য দুঃখের মাঝে একটি দুঃখ তুমিও হও
সব দুঃখের মধ্যমণি হয়ে তুমি রও ।

একটি দুঃখ মধ্যরাতের নীরবতা হোক
একটি দুঃখ বাসা বাঁধুক চোখের কোনে,
ছায়া হয়ে পাশাপাশি হাঁটুক অনন্ত কাল একটি দুঃখ
দুঃখের সাথেই হোক সন্ধি , আমার বসবাস ।

...।। নির্জন আহমেদ অরণ্য ।।...


 

ভুল




যাকেই ভালোবাসি 
তাকেই হারাতে হয় শেষে 
যাকেই কাছে টেনে
আমার নির্মাণে করি নির্মাণ
তাকেই হারাতে হয় আবার ।

একদিন , 
বৃষ্টিস্নাত কদমকে ভালোবেসে ছিলাম
তারপর ... 
কদম তুলে নিলো তার গন্ধ 
জলকণার হল নির্বাসন ।

একবার ভুল করে কোন এক ভোরে
আলতো করে ছুঁয়ে দিয়েছিলাম
একটি শিশির বিন্দু ,
সেই থেকে আর অভিমানী শিশিরের
ভাঙেনি অভিমান , আসেনি আর 
দুয়ারে আমার ভেজাতে অঙ্গন ।

এখন আর বৃষ্টি আসেনা 
দুরন্ত মেয়ের নূপুরের আহ্ললাদি  ছন্দে 
কদমের শুধু একরাশ দীর্ঘশ্বাস ...
দরজার ওপারে নেই আর
শিশিরের ভেজা হাতছানি ,
চৈতালি দুপুর সারাক্ষণ । 

...:: নির্জন আহমেদ অরণ্য ::...