সৃতির আয়নায়







কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে
ফুল ঝরা রাতে তুমি ঘুম কেড়ে নিলে...
এতদিন পরে তুমি কেন এলে
এ কোন সুখের আবেশে আমায় ভরিয়ে দিলে ?
কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে............

শরতের এই রাতে পূর্ণিমা চাঁদ ছিল গগনে
দীপালির আলোতে মুখোমুখি বসে দুজনে
দৃষ্টির ভাষাতে কথা হয়েছিল দুটি আঁখিতে
সুখের অনুভূতি ছিল দুটি হৃদয়ে সেই লগনে ,
কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে .........।।

আমার শূন্য হৃদয় তুমি ভালবাসায় ভরে দিয়ে গেলে
শত বিনিদ্র রজনী আমার তুমি কেড়ে নিলে......
বেদনার কালো রঙ মুছে দিয়ে গেলে অধরের ঐ হাসিতে
জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজে ছিল পল্লব সেই নিশীথে
কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে .........।।



নির্জন আহমেদ অরণ্য 

 

নীল দুটি চোখ




আমি তাহার নীল দুটি চোখে দেখেছি সমুদ্র
পাহাড়ি ঝর্ণাকে অবলীলায় করেছে সে ম্লান ......
ঐ চোখে রেখেছি কতবার চোখ
দৃষ্টির সীমানা পেরিয়ে খুঁজেছি ডুব সাঁতারে
মুক্তোর সুখ ............
ঐ চোখে বাঁধা জল সহসা করে টলমল
কচু পাতায় যেন জমেছে বৃষ্টির জল ......
সেই চোখে কখন যে পরে গেছি ধরা
নিজেকে ভুলে হয়েছি দিশেহারা ......।
অনন্ত কাল এ দুটি চোখের কোনে আমার বসবাস
এই চোখেই দেখেছি আমার সর্বনাশ ...... !

চোখের জলে স্নান
ঘাসের বুকে শিশিরের অভিমান ......!





নির্জন আহমেদ অরণ্য

 

সীমাহীন প্রেম





যদি নিজেকে জলাঞ্জলি দিতে চাও আমাতে
নেমে এসো পথে ,
জনসমুদ্রের বাঁধ ভেঙ্গে আমাকে আপন করে নাও আলিঙ্গনে...
আমাকে সিক্ত কর জনতার অপবাদ তুচ্ছ করে
তোমার চুম্বনে ......
আমাকে ভিজিয়ে দাও তোমার ভালবাসার অঝোর শ্রাবণে
আমাকে তোমার করে নাও শত মানুষের ভীরে ......।।
আমি জাগ্রত জনতার ভীরে প্রকাশ্য দিবালোকে
তোমার হাত দুটি ধরতে পারি............
আমি স্লোগানে মুখরিত জনতার ভীরে
চিৎকার দিয়ে বলতে পারি তোমাকেই ভালবাসি ............
ধর্মান্ধ শকুনের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে
তোমাকে আপন করে জড়িয়ে ধরতে জানি .........
তোমার নরম দুটি ওষ্ঠে অগণিত চুম্বনের ঝর তুলতে পারি
ঝং ধরা নিয়মের শিকল ছিরে .........
ক্রোধে ঝলসে দিতে চায় যারা দৃষ্টির অনলে
তোমার আমার এই সীমাহীন প্রেম ,
ঝলসে দিক , তবুও ভয় করিনা
তোমার হাত দুটি ধরে মৃত্যুর মুখোমুখি দাড়াতে ...... !


নির্জন আহমেদ অরণ্য 
 

তবুও জ্যোৎস্নার বৃষ্টি ঝরুক







রাতের নির্জনতাকে আজ প্রাণ দিয়েছে
ভরা পূর্ণিমার রুপালী চাঁদ .........
ভেজা জ্যোৎস্নায় স্নান করে
প্রকৃতি সেজেছে আপন মহিমায় ,
শরতের আকাশে সাদা তুলোর মেঘের দল
আজ মেতেছে লুকোচুরি খেলায় ......
তবুও জ্যোৎস্নার বৃষ্টি ঝরুক
তবুও চাঁদের হাঁসি আজ অমলিন থাকুক .........
এমনও রাতে মনে পরে তারে
হৃদয়ের সবটুকু জুড়ে যে জন থাকে নীরবে ......
সে যে আজ দূরে বহুদূরে
এই রুপালী রাতে সেকি চাঁদের পানে চেয়ে
আমারই কথা ভাবে ভেজা দুটি চোখে ............ ?
তার হৃদয়ে কি আজ আমারই মতো
বাঁধ ভাঙ্গা আবেগের অঝোর শ্রাবণ ঝরে অবিরত ?
ঘুমহীন এই রাতে আনমনা ভাবনাতে
কেটে যায় আমার প্রহর ,
তুমিও কি পার নি ঘুমোতে , আবেগী এই রাতে
নাকি কেটে যায় সময় তোমার
রঙিন সুতায় নকশা তুলে রুমালে ?
এই নিঝুম রাত , এই রুপালী চাঁদ ঢেকে যায়
তুমি হীনা বিষাদের কালো চাদরে ......
চন্দ্রাহত এই আমি অপেক্ষার দায় বয়ে যাই
ছায়া বীথি তলে ............।।
তবুও আজ জ্যোৎস্নার বৃষ্টি ঝরুক
তবুও চাঁদের হাঁসি আজ অমলিন থাকুক ............... !




নির্জন আহমেদ অরণ্য 
 

তুমি আর আমার নও







তোমাকে আমি আমার কল্পনার রঙে
সাঁজাই নিরন্তর ,
তোমাকে আমি ভালবাসি সীমাহীন
হয়তো ,
হয়তো ...... এ আমার অভিলাষ ,
অথবা বলতে পারো আমি আজও
তোমাতে বিভোর ..... এক স্বপ্ন বিলাস ।
শুধু আমি ভুলে যাই , ভুলে যাই
তুমি আর আমার নও ............
এত কাছা কাছি দুজনে আজ , তবুও
তবুও দুজনার মধ্যখানে বিরাজমান
বহু ক্রোশ দূর .....
মনের ভেতর ক্ষণে ক্ষণে বেজে ওঠে
বিরহের করুণ সুর ............
চৈতালি দিনে সবুজ প্রান্তর হারায় আপন রূপ
চাতকের অপেক্ষা বরিষণে ,
ভিজায় তৃষিত বুক.........
শুধু আমার তৃষ্ণা মিটে না ,
অঝোর শ্রাবণে আমার হৃদয়ে
সুখের বাণ আসে না ......
আমার তৃষ্ণা মিটে না .........
মধ্য রাতে নদীর জলও ঘুমিয়ে পরে
ক্লান্তির ভরে ,
শান্ত শীতল জলে ভেসে ওঠে জল ছবি
নৌকোর গলই আর রুপালী চাঁদ .........
আর আমি , আমিতো চন্দ্রাহত
চাঁদের জ্যোৎস্নাও আমাকে করেছে পর
তমারই মত ,
আমি নিষিদ্ধ ছায়া বীথি হতে ।
আমার আপন শুধু এখন এ অন্ধকার ঘর
ঘুমেরাও আজ কাল হয়েছে পর ,
তিমির রজনী হয় ভোর
তবুও কাটে না আমার ঘোর .........
আমি ভুলে যাই , ভুলে যাই
তুমি আর আমার নও ,
আমাদের মাঝে এখন বসত করে
যোজন যোজন দূর ......... ! 




নির্জন আহমেদ অরণ্য 
 

ঝুম বৃষ্টি





একদিন সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে 
প্রকৃতির অনাবিল সৃষ্টিতে ,
তুমি এসো খোলা চুলে ভিজে 
তুমি এসো অঝোর শ্রাবণ নিয়ে...... 
ঝিরি ঝিরি বৃষ্টি অবিরাম ঝরবে
বাতাসে ভেজা মাটির সোঁদা গন্ধ
ভুলে গিয়ে জীবনের সব দ্বন্দ্ব
আমার হাত দুটি ধরে তুমি ভিজবে ......।।


নীল নীল দুটি চোখে অপলক দৃষ্টিতে
আমার পানে শুধু তুমি দেখবে ,
বৃষ্টি ভেজা অধরে আমার নামটি ধরে
তোমার কাছে শুধু ডাকবে............
হিম হিম বাতাসে রিমঝিম বরিষণে
ঝরে যাবে সুখের শ্রাবণ তোমার পদ চুম্বনে ...।।


নির্জন আহমেদ অরণ্য