দুই দূয়ারী মন


দুই দূয়ারী মন


দুই দূয়ারী মন আমার
দুই দূয়ারী মন তোমার...
ভাঙা গড়ার খেলা নিরন্তর,
ইচ্ছে গুলো প্রজাপতি
নীল আকাশের ঘুড়ি
উড়াই আবার উড়াই না...
স্বপ্ন গুলো তোমার
মন পবনের নাও
ভাসাও আবার ভাসাও না.....

স্বর্ণ লতার মত আজ বিশ্বাস
পরগাছা হয়ে বেড়ে চলে দিনের পর দিন,
চৈতালী ক্ষড়তাপে আজ বিশ্বাসেরা মলিন...
ঝরে পরে ঝরা পাতার মতো
হৃদয় ক্ষত বিক্ষত হয় কেউটের ছোবলে...
মনের দেয়ালে অবিশ্বাসের পেরেক ঠুঁকে
ঝুলিয়ে দাও ভালোবাসা,
কষ্টের যাতাকলে পিষ্ট হয়ে
নির্বাসিত হয় যত আশা নিরাশায়......

দুই দূয়ারী মন আমার
দুই দূয়ারী মন তোমার
ভাঙা গড়ার খেলা নিরন্তর
যতই করি আপন হয়ে যাও পর....
হৃদয়ের চোরাবালিতে তলিয়ে যায়
আমার যত আবেগ ,
তবুও পদ্ম পাতার মতো ভেসে থাকে
এক রত্তি নিঘাত ভালোবাসা...
জন্ম দেয় নতুন করে মনের গভিরে আশা'র...।



নির্জন আহমেদ অরণ্য

 

একান্ত নিজেস্ব কিছু চাওয়া




একান্ত নিজেস্ব কিছু চাওয়া





বিদর্ভ নগরিতে আমার বসবাস
আমার আপন বলতে শুধু
আমি আর কিছু উপহাস....
কখনও শ্রাবণের জলে ভিজেঁ হয়েছি
কানায় কানায় পূর্ণ ,
কখনও বা প্রচন্ড ক্ষড়তাপে পুড়ে
তামাটে বদন...
কখনও অধিক সুখে ভেসেছি
মেঘের ভেলায়....
কখনও প্রিয়জনের দেয়া আঘাতে
হয়েছি চূর্ণ-বিচূর্ণ.....
জীবনের প্রতিটি বাঁকে
এঁকে গেছে সুনিপূন ভাবে আল্পনা
নির্বিকার বিষাদ.....
খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে এই মন
কতোবার ,একটু অবকাশ.....
যতবার চেয়েছি নীল আকাশ
পেয়েছি শুধু কালো মেঘ...
আমি আবারো ভিঁজতে চাই
অজড় বৃষ্টিতে...
আমাকে অফুরন্ত বৃষ্টি দাও....
আমি পুড়তে চাই আবারো
চৈতালী আগুন ঝরা দুপুরে
আমায় রোদ্দুর দাও....
আমায় আরো নির্ঘূম রাত দাও
রুপালী জ্যোৎস্না ভেঁজা প্রহর দাও...
ভিষন্ন দুপুর দাও
আমায় ক্লান্তিহীন পথ দাও
আমায় বাঁচতে দাও আরো কিছুদিন
নীল আকাশে উড়তে দাও ডানা মেলে
আমায় বাঁচতে দাও আমার মত করে ...।



নির্জন আহমেদ অরণ্য
 

রাঙা প্রভাত


রাঙা প্রভাত


ওরে কে দিলো আজি
মোর প্রভাত রাঙায়ে....?
কে দিলো এই রবি কিরণ
কাহার সুরে আজি
পাখিরা গাহিলো গান.....?
কোন সে পরষে
ফুলেরা মেলিলো দল...?
কে দিলো আজি মোর
প্রভাত রাঙায়ে....
কে দিলো ঢেলে তার প্রাণ...?
নিঝুম নিশিতে যে ছিলো মোর
স্বপনের দোসর ,
সেকি দিলো মোরে আজি
ফুলে ফুলে সাঁজায়ে.....?
কে দিলো আজি মোর
প্রভাত রাঙায়ে.....
কে দিলো........?
কাহার কংঙ্কনে এত ঝংকার
কাহার নুপূরের ছন্দে এত মধু
হরিলো মোর হৃদয়...
কে বাঁধিলো মোরে যতনে
আপনও হৃদয়ে প্রনয়ে...?
কে দিলো আজি মোর
প্রভাত রাঙায়ে.....
কে দিলো.....?
কে আজি মোর আঁধার গগনে
ঢেলে দিলো নীল..?
কাহার অঁধরের হাঁসিতে আজি
এই পল্লব গেল ভাসি...
তাহার চরনে মোর প্রেম
আজি দেব উজার করি...।



নির্জন আহমেদ অরণ্য
 

তোমাকে ভালোবাসি


তোমাকে ভালোবাসি


তোমাকে ভালোবাসি
হৃদয় আছে বলে.....
তোমাকে কাছে পেতে চাই
আবেগ আছে বলে....
তোমাকে ভালোবাসি
মৃত্যুর মুখোমুখি দারাতে নয়
তোমাকে ভালোবাসি
সুখের সাগরে ভাসতে....
তোমাকে ভালোবাসি
তোমার কাছা কাছি আসতে
তোমাকে ভালোবাসি
স্বপ্ন গুলো সাজাঁতে,
এলো মেলো ভাবনা গুলোকে
পরিপাটি করে গুছাতে....
তোমাকে ভালোবাসি
অন্তহীন পথে চলতে,
হাত ধরে পাশাপাশি
ক্লান্তি হীন ভাবে হাঁটতে....
তোমাকে ভালোবাসি বলে
কষ্ট গুলো রাখি গোপনে তুলে,
সুখের হাঁসি এঁকে দিতে চাই
সহসা তোমার ঐ অধঁরে.......




নির্জন আহমেদ অরণ্য
 

আবারো স্বন্ধ্যা নামুক



আবারো স্বন্ধ্যা নামুক



আবারো স্বন্ধ্যা নামুক
রোদ্দুর ঢেঁকে দিয়ে.....
আবারো বৃষ্টি নামুক
আকাশের বুক চিরে....
হাসনা হেনার ভেঁজা গন্ধে
নিঝুম রাত আসুক....
মুখরিত এই জীবন
সিমাহীন সুখের স্রোতে
অজানায় ভাসুক....
আবারো স্বন্ধ্যা নামুক....
পৃথিবী আধাঁরের চাঁদরে ঢাঁকুক
দ্বীপালী না হয় আজ
নাইবা জ্বলুক......
ঝিরি ঝিরি শ্রাবণ
অঝড় ধারায় ঝরুক.....
অনুভবের আলিঙ্গনে তোমার
অনুভুতির ছোঁয়া থাকুক...
নিঝুম স্বন্ধার
নির্জন এই ক্ষনে আমায়
তোমার ভালোবাসা ঘিরে রাখুক.....
আবারো স্বন্ধ্যা নামুক...।




নির্জন আহমেদ অরণ্য
 

অসমাপ্ত ভালোবাসা


অসমাপ্ত ভালোবাসা


কেমন আছ তুমি ?
হুম ভালো.....
দেখেছ আজকের বিকেলটা কতো সুন্দর ?
সত্যিই অপরুপ ....!!!
খুব সুন্দর লাগছে আজ পৃথিবীটা...
তুমিকি জানো আজ কেন সব কিছু এতা মধুময় ?
না..! তুমি বলো আমায়,
কেন আজ মন হারাতে চায় অজানায়...
হে বলবো তোমায়..আজ সব'ই বলবো
কেন আজ বাতাসে ভেঁজা গন্ধ ,
ফুলেরা মেলেছে দল এই অবেলায়....
হে বলো আমায়,খুব শুনতে ইচ্ছে করছে আমার....
যদি এখন তোমার কানে কানে আমি
পৃথিবীর সবচাইতে মধুর কথাটি বলি,
তুমি কি আমায় তার উত্তর দিবে....?
হুম দেব,কেন দেবোনা বলো তোমায়...
যদি বলি ভালোবাসি তোমায়.............
তুমিও কি আমায় তাই বলবে....?
ভালোবাসি , অনেক ভালোবাসি..
সত্যি.................
সত্যি সত্যি সত্যি................
আমায় কি কখনো ছেরে চলে যাবে....
দুরে বহুদুরে......?
না..কখনই যাবোনা দুরে
তোমার ছাঁয়া হয়ে রবো ভালোবেসে....
যদি কখনো হারিয়ে যাই আমায় কি মনে রাখবে ?
তোমাকে কখনও হারাতেই দেবোনা
সারাটি জীবন বেঁধে রাখবো ভালোবেসে......
আমার প্রথম সকাল রাঙাতে কি তুমি থাকবে ?
আমার স্বপ্ন গুলো কি তোমার চোখে তুলে রাখবে ?
ভোরের পাখি হয়ে আসবো তোমার ঘুম ভাঙাতে....
নীল প্রজাপতি হয়ে উড়বো তোমার স্বপ্নের আকাশে....
আমার কষ্টের প্রহর গুলো ভুলে থাকতে কি আমায়
তোমার বুকে একটু ঠাঁই দেবে
আমায় জড়িয়ে রাখবে তোমার ভালোবাসার চাঁদরে ?
হুম রাখবো ....
রাখবো রাখবো রাখবো
বলো তুমি ছারা আর কে বা আমার আছে......?
আমার চোখে চোখ রাখোনা একটু তুমি....
পারছিনা প্রিয়তম....
আমি যেন অষাঢ় হয়ে যাচ্ছি....
লজ্জায়.......
আমি তোমার যত লজ্জা তুলে নিচ্ছি আমার অধঁরে
তামার চোখে আমার অধঁরের উষ্ণ আলিঙ্গনে....
তুমি কি অনুভব করতে পারছো....?
হুম পারছি......
তোমার অধর আমাকে শিহরিত করছে ক্ষনে ক্ষনে.....
আমি ভেসে যাচ্ছি তোমার ভালোবাসার ভেলাতে...
ভেসে চলো.....
যদি আমি ক্লান্ত হয়ে যাই ,হাল ছেরে দিই মাঝ নদীতে..?
আমি তোমায় ধরে রাখবো শক্ত হাতে
ভালোবেসে হৃদয়ের গোপন ঘরে.......
চলো সবুজ ঘাসে শুয়ে নীল আকাশ দেখি
তোমার হাতে হাত রেখে.........
চলো ..........
কি সুন্দর আকাশ তোমাদের,ছেরে যেতে ইচ্ছে হচ্ছেনা
অথচ জীবনের অনেকটা সময় কাটালুম
অন্ধকার ঘরে ,আমার নিজেস্ব ভুবনে...
ছেরে যেওনা..
এখানেই থেকে যাও আমার কাছে......
তুমি যদি আমায় যেতে না দাও বলো
আমার কি স্বাধ্য আছে যাওয়ার এ মধুরেণ ফেলে...
সত্যি বলছ তো যাবেনা আমায় ছেরে.....
হুম সত্যি বলছি প্রিয়তমা তোমায়..যাবোনা কোথাও
যেওনা.....
তুমি কেন এতো দেরি করে এলে ,কেন আরো আগে এলেনা ?
আরো আগে এলে জীবনটাকে সাঁজাতে পারতুম কতো সুন্দর করে...
হুম তাই ভাবছি আমি....
কেন আরো আগে এলেনা আমার কাছে....!




নির্জন আহমেদ অরণ্য