তুমি আছো



তুমি আছো


তুমি আছো আমার হৃদয় জুড়ে
তুমি আছো আমার শেষ সিমানার পরে
তুমি আছো তুমি থাকবে দেবী হয়ে
আমার মনো মন্দীরে.............।
শীতের ভোরে তুমি আছো
শিশির হয়ে নরম ঘাসের বুকে
তুমি ভাসো নীল মেঘ হয়ে
আমার কল্পনার আকাশে.......।
আমার অলস দুপুরে তুমি থাকো
সুখের অপ্সরি হয়ে আমাতে মিশে
পড়ন্ত বিকেলে তুমি আসো আমার ঘরে
সোনালী রোদের ঝিলিক হয়ে......।
তুমি আছো তুমি থাকবে দেবী হয়ে
আমার মনো মন্দীরে.............!
আমার নির্জন স্বন্ধ্যা তুমি রাঙিয়ে যাও
চাঁদের নীল জোস্নার আলোতে...
হীমরাতে তুমি থাকো আমাতে জড়িয়ে
ঊলের মায়াবী নকশার চাদরের আদরে......।
তুমি আছো তুমি থাকবে দেবী হয়ে
আমার মনো মন্দীরে............!


নির্জন আহমেদ অরণ্য

 

তুমি এলেনা


তুমি এলেনা


এ রাত পোহলো কখন......?
কিছুই বোঝা গেলো না...
ভোরের কুয়াশা ভেঙ্গে
সোনা রোঁদ এলো ঘরে
তুমি এলেনা...........
কেন এলেনা...........?
তোমায় ভেবে রাত গেলো কেটে
তবু ঘুম এলোনা......
চোখের পাতা জোড়া
আলিঙ্গনে জড়ালো না
অপেক্ষার আড়শি ভাংলোনা
নিরবে শুধু রইলো পরে
তুমি এলেনা............
কেন এলেনা.............?
মাঝ রাতে বুনো পাখি ডেকেছিলো
তুমি এসেছো বলে মন এই ভেবেছিলো...
তার কিছু পর ভেঙ্গে ছিলো ঘোড়
কখন যে হয়ে গেলো ভোর....
তুমি এলেনা...........
কেন এলেনা..........?



নির্জন আহমেদ অরণ্য

 

ঘুম আসেনা


ঘুম আসেনা


রাত পোহাবার আর কতো বাকি.....?
এই অন্ধকার রাত কেন এতো দিঘল
শেষ হতেই চায়না.......
একা একা নির্ঘূম শুধূ জেগে থাকা
আর কল্পনার বাগানে আগাছা গুলো
উপড়ে চলা........
ঘুম আসেনা.....
কেন আসেনা......?
ক্লান্ত চোখ দুটি কি খোজে অবিরত
মনের মাঝে উকি দেয় অযাচিত
ভাবনা যতো........
সুখের রাত গুলো হাড়ালো কোথায়
এ রাত কেন আমাকে কাদায়....?
প্রভাত আসেনা.....
সূর্য হাসেনা......
এ মন ঘরে বসেনা......
ঘুম আসেনা ....
কেন আসেনা.......?
এ ঘর সে ঘর কোনো ঘরেই ভালো লাগেনা
চার দেয়ালে বন্দি মন
বেধে রাখা যে যায়না.......
জানালার ওপ্রান্তে অন্ধকার
চাদটাও বুঝি আজ ভাসেনা
আমার খোলা জানালা দিয়ে কেন আজ
হিমেল বাতাস ও ঘরে আসেনা.....?
ঘুম আসেনা ....
কেন আসেনা....
প্রভাত আসেনা...
কেন আসেনা.....?


নির্জন আহমেদ অরণ্য

 

শুধু তুমি নেই

সে দিন গুলো খুব বেশি একটা দুরে ফেলে আসিনি...
এখনো কালের ধুলোর অতল গভিরে হাড়ায় নি
সে সব স্বর্ণালী প্রহর অথবা স্মৃতি.....
তুমি চাইলে এখনো আমরা ফিরে যেতে পারি
আমাদের সাজানো সেই প্রান্তরে....
যেখানে এখনো প্রজাপতি রঙিন ডানা মেলে উড়ে
শত ফুলের দলে এখনো ভ্রমর গুন গুনিয়ে গান করে 
এখনো নদী তীরে ধবল কাশ বনে ডাহুকেরা ডাকে
এখনো নীল আকাশে বালি হাস জোড়া অজানায় যায় উড়ে...
শঙ্খচীল গুলো নদী তীরে আসে আগেরি মতো দলে দলে....
শুধু তুমি নেই ....
তুমি হিনা সব কিছু আজ সেখানেই থেমে আছে.....
যেখানে তুমি যেভাবে সবকিছু রেখে ছিলে......
তোমার সাজানো বাগান ভরে আছে ফুলে ফুলে
সে ফুল ছিড়িনি কখনো আমি কোন ভুলে,এই ভেবে
কি ভাববে তুমি সে সব দেখে কোন দিন ফিরে এলে....



নির্জন আহমেদ অরণ্য
 























 

অধরার শেষ উপহাড়


অধরার শেষ উপহাড়


সমুদ্র এখন বড্ড বেশি ক্লান্ত
অলস ঢেউ গুলো তীরে এসে
মিলিয়ে যাচ্ছে বালুকার বুকে....
ফিন ফিনে বাতাস বইছে মৌনতায়
এক ধরনের নোনতা পরষে
মাঝে মাঝে শিউরে ওঠে শরীর ...
এই পরন্ত বিকেলে আপন মনে
সমুদ্র বক্ষে অপরুপ খেলায় মত্ত
ছোট ছোট সোনালী ঢেউ গুলো , আর...
আর সেই ঢেউ গুলোর শেষ প্রান্তে
অস্তগামী টক টকে লাল সূর্য,
এ পারে আমি...একা....
বড় একা....এক ক্লান্ত পথিক....
মাঝ খানে এক সাগর ব্যাবধান
ইচ্ছের সিমারেখা অতিক্রম করে
চাইলেই সাগর পারি দিয়ে সূর্যের কাছে
যাওয়া যায়না............
তেমনি এ পৃথিবীর যতো নিয়ম ভেঙ্গে
ইচ্ছের সিমারেখা অতিক্রম করে
তোমার কাছে যাওয়া যায়না...অধরা.......
তুমি তো এখন এই অরণ্য জীবনে
শেষ বিকেলের রক্তিম সূর্যের মতোই
যাকে কেবল দেখাই যায় ক্ষনিকের তরে
স্পর্ষ করাটা রয়ে যায় দু:স্বপ্ন হয়ে......
হেসে যাও .....
হেসে যাও তুমি স্বার্থপরের মতো
ও প্রান্ত থেকে গোপন উল্লাসে....
আমাকে ভাঙ্গতে চাও...? ভাঙ্গো...
আমাকে আরো পোড়াতে চাও...? পোড়াও...
বাধাঁ দেবনা আগের মতোই...
আমিও দেখে যাবো কতোটা ভাঙ্গতে পারো
কতোটা পোড়াতে পারো আমায় এক জীবনে.....
অধরা.........
এ খেলায় তুমি ই জয়ী
পরাজয় তো আমি মেনেছি সে কবেই......
তবুও....
তবুও এ অবুজ মন আমার
বন্দি রয়ে গেল আজও অধরা নামের
বৃত্তের বলয়ের ভেতরেই......
মুক্তি নেই ......
আজন্ম দন্ড প্রাপ্ত আসামীর মতো
আমৃত্যু সাজাঁ ভোগ করে চলা
আর একা একা প্রতিক্ষায় পথ চেয়ে থাকা.......
তোমার ভালোবাসা পাবার জন্য
এখন আর কাঙ্গাল নই আমি....
তোমার ঘৃনাটুকুই আপন করে নিয়েছি
যেমন করে পথ ভোলা নদীকে
আপন করে নেয় অবশেষে সমুদ্র....
অধরা.........আমিও না হয়
জীবনের বাকি দিন গুলো
তোমার শেষ উপহাড় বুকে ধরে রাখবো......!



নির্জন আহমেদ অরণ্য

 

না বলা কথা

না বলা কথা



অনেক কথাই হয়নি বলা
শুধু এ পথ ও পথে চলা
ভেবেছিনু আপন মনে
অনেক কথাই কহিব তাহার সনে
সে কথা হলনা বলা, রহিল ছাঁই চাপা পরে...
চোখের কার্নিশ সেঁতসেঁতে
আগমনী নোনা জলের শ্রাবনে,
উথলিয়া ওঠে হিয়া ক্ষনে ক্ষনে
কেউটের ফণা রুপ লয়ে
যে কথা বলি বলি করে হয়নি বলা
সে কথা যদি বলা যেত তারে....
হৃদয়ের তপনে গ্রহন কাটিয়া
আলোয় আলোয় যেত ভরে ।
তাহার নয়নে রাখিয়া মোর নয়ন যুগল
যদি কহিতে পারিতাম তাহায়
দুটি হৃদি কথা অতি মায়ায়
সে কি কিছু কহিত মোরে সেই তমসায়
নাকি অধর কাঁপিত তাহার লজ্জায়...?
প্রনয়ের প্রথম কুশুম কলি দলে
পবিত্র প্রেম লুটিয়া পরিত কি তবে
বসন্তের সমাহার ঘটিত কি এই পল্লবে....?
যে কথা হয়নি বলা সে কথা ভাবি মনে মনে
আর একা একা পুড়ে মরি অন্তর দহনে..... !


নির্জন আহমেদ অরণ্য
 

অধরা এবং আমার অতৃপ্ত ভালোবাসা

অধরা এবং আমার অতৃপ্ত ভালোবাসা

তোমার ভালোবাসার দুরন্ত মেঁঠো পথ
সেই কবেই পাড়ি দিয়েছি......
ফেলে এসেছি পথ ঘেঁষে চলা 
শীতলক্ষার সচ্ছ শীতল জল
ফেলে এসেছি সে পথের বাঁকে ফুটে থাকা 
অসংক্ষ নাম না জানা বুনো ফুল......
সবুজ ঘাসে ঢাঁকা চারন ভূমি ,
শেষ বিকেলের বাসন্তি আকাশ..........
তুমি ঠিক ই বলেছ, বদলে গেছি আমি
আমি বদলে গেছি অনেকটাই অধরা........
তোমাকে হারিয়ে বদলে নিয়েছি চলার পথ
জীবন সংগ্রামী স্রোত ভাসিয়ে নিয়ে গেছে বহুদুর
ব্যস্ততা ঘিরে ফেলেছে এখন আমার প্রহর.......
শুধু ভুলতে পারিনি আজও তোমাকে অধরা
ভুলতে পারিনি তোমার ভালোবাসার মেঁঠো পথ
সেই নদী,মাঠ, নাম না জানা হাজারও বুনো ফুল
অথবা শেষ বিকেলের বাসন্তি আকাশ.......
জানি আমাকে কেউ ফিরিয়ে দেবেনা আর সেই সব
কেউ আমাকে ফিরিয়ে দেবেনা আমার স্বর্ণালী কৈশর 
আমার অতৃপ্ত ভালোবাসা...........
অধরা...........
এই অরণ্য এখন একটি মৃত নদী মাএ
ঢেউ নেই,জোয়ার নেই ,ছুটে চলার শক্তি নেই
সাগরের নোনা জলে মিলনের সুখ নেই...........
শুধু একা একা পরে থাকা..............
আমায় তুমি প্রান দাও, 
ঢেউ দাও ,জোয়ার দাও
ছুটে চলার শক্তি দাও, আমায় মিলনের সুখ দাও........
আরেকটি বার আমার উঠুনে অধরা নামের 
সুখের বৃষ্টি ঝরাও,আমাকে ভিজিয়ে দাও
তোমার শীতল জলে........ ।

নির্জন আহমেদ অরণ্য

 

তোমার অভিলাসী মন

তোমার অভিলাসী মন

বেদনার নীল আকাশে
এক জোড়া বালি হাঁস ,
আমার শূন্য বুকে এখনও
তোমারই বসবাস..... ।

হৃদয়ের আড়শিতে ভাসে
চীরচেনা সেই প্রিয় মুখ ,
স্মৃতির অতলে হাড়িয়েছে
আমার পরিচিত সুখ.... ।

তোমার অভিলাসী মন
করে গেল উপহাস ,
আপন হলো মোর বিরহের গান
দন্ডে দন্ডে শুধু জলচ্ছাস..... ।

তুলি আর রং দিয়ে
তুমি আঁক রঙিন ছবি ,
হতাশার সাঁদা কাগজে
শব্দের মিশ্রনে আমি ব্যর্থ কবি ...।



নির্জন আহমেদ অরণ্য
 

অধরা এবং সন্যাস আমি

অধরা এবং সন্যাস আমি





শীতের এই পরন্ত বিকেলে
উঁকি দিয়ে যাচ্ছে দিনের শেষ আলো টুকু
ক্লান্ত সূর্যটা ঢলে পরছে পশ্চিম দিগন্তের শেষ সিমানায়,
স্বার্থপর এই স্বন্ধ্যা মেতে থাকে নিজেকে নিয়ে
যেন তার সৌন্দর্যের ভাগ সে কাউকেই দিবেনা......
হয়তো বোকা চীল গুলোর মনেই থাকেনা
সীমানা পেরিয়ে যতই উপড়ে ভেসে বেড়াক
বীরদ্বর্পে প্রসারিত দুটি ডানায় ভর করে ,
অবশেষে ফিরে আসতে হয় নীড়ের টানে.......
ওই বোকা চীল গুলোর মতো আমাকেও যে এক সময়
ফিরে আসতে হয় অধরা নামের নীড়ের খোঁজে.......
কি করছ তুমি অধরা............?
হয়ত আঙ্গিনায় দাড়িয়ে আছ আনমনে
এই পরন্ত বিকেলের আভায়,
তোমার বাদামী রেশমি চুলে ঝিলিক দিয়ে যাচ্ছে
অলস রোদের সোনালী কিরন....
অথবা তোমার প্রিয় মানুষটি ফেরার অপেক্ষায়
প্রহর গুনে যাচ্ছ বড় বেশি ব্যাকুলতায়
হয়ত মনেরই ভুলে ভাবছ তুমি এখন আমায়.....
না না.....তা কেন হবে,যে মানুষটা হাড়িয়ে গেছে
বহুকাল আগে তোমার জীবন থেকে
১৩টা বসন্ত সণ্যাস হয়ে স্বাধনা করে চলেছে
অধরা নামের দেবীর আরধ্যে
সে মানুষটার কথা তুমি কেন ভাবতে যাবে....?
এখনতো তোমার বেশ কেটে যায় সময়
স্বামী,সংসার আর ছেলে পুলে নিয়ে.............
এখন কি আর এই ছন্নছাড়া অরণ্যের কথা
ভাববার সময় তোমার আছে............!
এখনতো তোমার অনেক ব্যাস্ত সময়
একাজ সে কাজ করে করে সময় কেটে যায়
যে সময়টা আমাকে এখন হতাশার সাগড়ে ভাসায়
আমাকে যন্ত্রনায় কাদাঁয়,জ্বালায়-পোড়ায়.....
অধরা.....এ কেমন সন্যাস জীবন আমার ?
এমনটি তো আমি চাইনি কখনও
তোমাকে ছাড়া একা একা বেঁচে থাকা যে ,
কতোটা কষ্টের তা তুমি বুঝবেনা কখনও.........
বড্ড বেশি অগোছলো যে তোমার অরণ্য
তোমাকে ছাড়া বড় বেশি অসহায়......
সিগারেটের ধোঁয়ায় উঁড়িয়ে সোনালী অতিত
এক রত্তি সুখ খুঁজে ফিরে প্রতিটি নির্ঘূম রজনি ....
মনের মাধুরি দিয়ে যখন তুমি
ফুল তুলে চলো সাঁদা রুমালে,
তখন আমি তোমায় সাঁজিয়ে তুলি
কবিতার ছলে শব্দের অলংকারে......
যখন তুমি সুখের স্বপ্ন দেখে চলো
গভির ঘুমে প্রিয়জনের বাহু বন্ধনে
তখন আমার দুচোখ ভিঁজে যায় শ্রাবনের জলে
অথবা কেটে যায় রাত শরৎ কাহিনী পড়ে...........
অধরা..... বলতে পার এ খেলা আর কত দিন ?
কতদিন আর এই একা একা পথ চলা......?


নির্জন আহমেদ অরণ্য
 

ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্

ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্র




এখানে মন ভ্রান্ত এমন
শরতের আকাশে
মেঘ মাল্য যেমন...
ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্র ।
সন্ধ্যার আবীরে রুগ্ন তপন
কষ্টের বেলাভুমিতে
হাতছানি দেয় ভগ্ন স্বপন....
সম্পর্কের দায় ভার
কেবা ভাঙ্গিল মন কার
কেবা আপন সুখে সমাহার.... ।
কখনও পূর্ণিমায় ভেসে যায় চন্দ্রমান
কখনও চন্দ্রভূক অমাবশ্যায় ধাবমান
যে খেলা প্রকৃতি খেলে আসছে বহুকাল
সে খেলাই আমাদের হৃদয়ে বিরাজমান।



নির্জন আহমেদ অরণ্য

 

আধ ফোটা ভালবাসা

আধ ফোটা ভালবাসা



এই একা একা পথ চলা আমাকে
কুড়ে কুড়ে খায়......
আমাকে ছিন্ন ভিন্ন করে প্রতিক্ষন
আমাকে তৃষিত করে দিন রাত...
এক মুঠো ভালবাসার জন্য 
প্রতিহিংসায় জ্বলে ওঠে আমার মন !
আধ ফোটা ভালবাসার জন্যে কাঙ্গাল আমি,
পেলামনা...কেউ আমায় ভালবাসি বলে
হৃদয়ের শত ভাগের আধ ভাগ ও দিলনা...
ছাঁয়ার মত লেপটে থাকে আমার সাথে
আমার যত না পাওয়া যন্ত্রনা.....
অতিতের মত আমায় পিছু ডাকে সর্বদা 
কষ্টের যত উপমা.............!
হৃদয়ের গোপন ঘরে আন্দলনে মেতেছে
নীল বর্নের কষ্টেরা.....
ঘুম গুলো বিদ্রহ করেছে সেই কবেই
শুধু বেঁচে থাকার প্রয়োজনে 
কিছুটা অন্ন আর তন্দ্রা.....!



নির্জন আহমেদ অরণ্য
 

অধরাকে ভালবাসা


অধরাকে ভালবাসা
অরণ্য

পৌষের এই সন্ধ্যায় ক্লান্ত পাখি গুলো
ফিরে গেছে আপন নীরে....
সন্ধ্যার আচল ছুয়ে নেমেছে নিরবতা
নদীর মাতাল ঢেউ গুলো যেন,
প্রানহীন ,ছন্দহিন ভাবে পরে আছে
নেই আর ছুটে চলার শক্তি...
সচ্ছ জলের বুকে ভেসে আছে
চাদের অপরুপন ছবি ........।
বাসকের ঝোপের আড়ালে
ঝিঝি পোকাদের শুরু হয়েছে
বিরামহীন কথপকথন........
ঠিক এমন সময়ে বেড়ে চলেছে
আমার হৃদয়ের যত ব্যাকুলতা....!
এমন সময় কি করছ তুমি অধরা.....?
সংসারের ব্যাস্ততা শেষে এখন কি
বড় বেশি ক্লান্ত তুমি ...?
নাকি সাদা রুমালে একে চলেছ
রঙিন স্বপ্ন সুই আর সুতর বিন্যাসে...
অথবা নরম উলের চাদর জড়িয়ে
ইজি চেয়ারে বসে চোখ বুলিয়ে নিচ্ছ
কোনও গল্পের বইয়ের পৃষ্টায়.....
অথবা অলস দুটি চোখ তোমার
ডুব সাতারে পারি দিচ্ছ
আমাদের কল্পনার সেই পদ্ম দিঘি.....?
যে পদ্ম দিঘিতে আমি ভেসে চলেছি
অনন্ত কাল...........
হাড়ানো ভালবাসা খুজতে খুজতে
যে অরণ্য হাড়িয়ে গেল তল থেকে অতলে...
তার কথা কি এখনও মনে পরে তোমার...?
আমার তো তোমার মত ঘর নেই
নেই সাজানো সুখের সংসার.....
আমার বলতে তো তুমিই ছিলে আমার
যে দেবীর বিগ্রহে আজও পুজো দিই
মনের মন্দিরে,আরাধনার ছলে....
অধরা....বলতে পার আমায় কষ্ট বিলাসী
তাতে আমার এতটুকু কষ্ট নেই
আর আমি বলব এটাই আমার ,
ভালবাসার অহংকার........!
হয়তো একদিন কুড়ে কুড়ে শেষ হয়ে যাবো
হাড়িয়ে যাবো নিরবে ,তবুও...
তবুও তোমার দুয়ারে কখনও আসবোনা
এক মুঠো ভালবাসা ভিক্ষে চাইতে...
কখনও বলবনা আমাকে ফিরিয়ে দাও
সেই সব দিন গুলো,
আমাকে ফিরিয়ে দাও আমার যতো নির্ঘুম রাত...
অথবা বলবনা আমায় ফিরিয়ে দাও
আমার সেই নির্মল সোনালী প্রভাত........
বলবনা শ্রাবন দাও,বলবনা রোদ্দুর দাও
বলবনা আমায় ক্লান্তি বিহিন পথ দাও
অথবা প্রচন্ড তাপদাহে আমায়
এক ফোটা জল দাও.........

অধরা ........
আমি এই ভাঙ্গা চোড়া জীবন নিয়েই
তোমাকে ভালবেসে যাবো অনন্ত কাল...
স্বার্থহিন ভাবে একা একা........




নির্জন আহমেদ অরণ্য